Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নালিতাবাড়ীতে ৫৫ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নালিতাবাড়ীতে ৫৫ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

September 06, 2023 04:58:59 PM   উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ীতে ৫৫ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী শহর থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৫৫ বোতল মদসহ হাসিবুল হাসান ইমন (২১) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে শহরের দক্ষিণ বাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের দক্ষিণ বাজারস্থ জনৈক নজরুল ইসলাম এর বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় তার বসতঘর থেকে ৫৫ বোতল ভারতীয় মদসহ হাসিবুল হাসান ইমনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, মাদক ব্যবসায়ী হাসিবুল হাসান ইমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। বুধবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।