Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাঁচবিবিতে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে অপহৃতকে উদ্ধার করেছে র‍্যাব, আটক ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাঁচবিবিতে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে অপহৃতকে উদ্ধার করেছে র‍্যাব, আটক ৩

May 01, 2024 12:40:24 PM   উপজেলা প্রতিনিধি
পাঁচবিবিতে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে অপহৃতকে উদ্ধার করেছে র‍্যাব, আটক ৩

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে অপহৃত কিশোর আরিফুল ইসলাম (১৭) কে উদ্ধার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট । এ সময় অপহরণের দায়ে ৩ জনকে আটক করা হয়।

র‍্যাব জানায়, অপহরণের অভিযোগ পেয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন চালিয়ে অপহৃত আরিফুল ইসলামকে উদ্ধার করেছে র‍্যাব।

এ সময় ২৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে অপহরণকারী দলের মূলহোতা আটাপুর ইউনিয়নের গনাই মাগুরা গ্রামের আবুল কালামের পুত্র ওসমান গনি (২২) ও ওলিউল হোসেনের পুত্র নাইম হোসেন ফয়সাল, আব্দুর রহিমের পুত্র আশিক ইকবাল কে ভেড়ারচড়া এলাকা থেকে আটক করা হয়। এঘটনায় মেহেদী হাসান (২২), মিজানুর রহমান ও সাহান মিয়া (২২) নামে ২ অপহরণকারী পলাতক রয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম আরিফ গত ২৮ এপ্রিল বিকেলে আটাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডর উপনির্বাচনের ফলাফল জানতে দিবাকরপুর উচ্চ বিদ্যালয় মাঠ যায়। ভোটের ফলাফল শুনে আরিফ বাসায় ফিরতে দেরী হলে আরিফের পিতা তার মোবাইল ফোনে কল দিলে অপরিচিত একজন কল রিসিভ করে বলেন আপনার সন্তান আমাদের হেফাজতে আছে । আগামী ২৯ তারিখ সকাল ৯ টার মধ্যে ১০ লাখ টাকা দিয়ে আপনার ছেলেকে নিয়ে যাবেন।

আরিফ জানায়, অপহরণকারীরা অপহরণ করে নিয়ে গিয়ে তার মুখ, হাত, পা ও চোখ বেঁধে নির্জন ভেড়ারচড়া নামক জঙ্গলে নিয়ে ঘুমের ঔষুধ সেবন করায় এবং মুখ বেঁধে শারিরীক নির্যাতন চালায়!