Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত

March 12, 2025 09:11:22 PM   অনলাইন ডেস্ক
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) মরদেহ তিনদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। ভারতের রাজগঞ্জ থানার পুলিশ নিহতের মরদেহ তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় ভারতের রাজগঞ্জ থানার ইন্সপেক্টর অনুপম মজুমদার ও তেঁতুলিয়া থানার এসআই নরেশ চন্দ্র দাস উপস্থিত ছিলেন। পরে নিহতের বড় ভাই মোস্তফা কামাল পরিবারের পক্ষে মরদেহ গ্রহণ করেন।

এর আগে গত ৮ মার্চ ভোরে পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় ইউনিয়নের সুইডাঙ্গা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আল আমিন নিহত হন। নিহতের বাড়ি হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামে। তিনি ওই এলাকার সুরুজ আলীর ছেলে এবং পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

বিজিবির পতাকা বৈঠক ও কড়া প্রতিবাদের পর বিএসএফ তিনদিন পর মরদেহ ফেরত দেয়। বুধবার (১২ মার্চ) সকালে জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে তার পরিবার।