
পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাট জেলা ধীন পাটগ্রাম উপজেলার জাতীয় পার্টি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু ছায়েদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি লালমনিরহাট জেলা কমিটির আহবায়ক শেরিফা কাদের এমপি।
বিশেষ অতিথি জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেলা কমিটি সদস্য সচিব জাহিদ হাসান লিমন।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বসুনিয়াকে পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং আব্দুর রহমান বাদলকে সাধারণ সম্পাদক ঘোষণা দেন জাতীয় পার্টি লালমনিরহাট জেলা কমিটির আহবায়ক শেরিফা কাদের।
সময় আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হুমায়ুন কবিরসহ পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির সকল নেতা কর্মীগণ।