
পাংশা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাত ৯ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসষ্ট্যান্ডের অদূরে পল্লি বিদ্যুতের পাওয়ার ষ্টেশন সংলগ্ন মোড় এলাকায় একটি গরু বহনকারি চলন্ত পিকাপ থেকে গরু ছিটকে পড়ে আব্দুল আজিজ (৫০) নামে এক পথচারির মৃত্যু হয়। নিহত আজিজ পাংশা পৌর এলাকার রঘুনাথপুর লস্কর পাড়ার বাসিন্দা।
এলাকাবাসীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে আব্দুল আজিজ নামে ওই ব্যাক্তি পাংশা মৈশালা বাসষ্ট্যান্ড থেকে মহাসড়ক দিয়ে পায়ে হেটে রঘুনাথপুর লস্কর পাড়া নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে একটি গরু বহনকারি চলন্ত পিকাপ থেকে গরুটি লাফিয়ে আজিজের শরীরের উপর পড়লে তার মৃত্যু ঘটে।
সংবাদ পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসেন। ঘাতক পিকাপ সহ গরুটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পড়িবারে শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে মঙ্গলবার রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশায় সড়ক দুর্ঘটনায় বিপ্লব মিয়া (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। নিহত বিপ্লব কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির খাগজানা এলাকার মোহাম্মদ মিয়া ছেলে। গুরুত্বর আহত সুজিত বিশ্বাস ও প্রশান্ত বিশ্বাস নামে দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়। সুজিত ও প্রশান্ত একই এলাকার নিতাই বিশ্বাস ও মৃত প্রল্লাদ বিশ্বাস এর ছেলে।
জানা যায়, কালুখালীর বোয়ালিয়া ইউপির ১৬ জন তিন চাকার অবৈধ যান আলম সাধুতে চড়ে কুষ্টিয়া লালন শাহ এর আখড়ার উদ্দেশ্যে রওনা হয়। মহাসড়কের পাংশা হেনা মোড় ব্রিজ সংলগ্ন এলাকায় পোঁছালে মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে একটি পিকাপের সাথে সংঘর্ষ হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব মিয়াকে মৃত ঘোষনা করেন। এছাড়াও অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেন পাংশা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগন।