
পাংশা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশায় মোটর সাইকেল দূর্ঘটনায় হালিমা খাতুন (৬৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
২৪ মার্চ সন্ধায় শহরের দরগাতলা-গুধিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হালিমা পাংশা গুধিবাড়ী এলাকার মৃত ইদ্রিস আলীর স্ত্রী।
জানা যায়, শুক্রবার সন্ধায় রাস্তা পার হবার সময় পাংশা দরগাতলা থেকে ছেড়ে যাওয়া একটি মটরসাইকেলের সাথে ধাক্কা লেগে পরে গিয়ে রক্তাক্ত জখম হয় হালিমার। আহত হালিমাকে দ্রুত পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মারা যান বলে জানা যায়। এদিকে বাইক চালককে খুজে পাওয়া যায়নি।