
বগুড়ার তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা
রায়হানুল ইসলাম, বগুড়া:
৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের সাধারণ নির্বাচন ২৯ মে ২০২৪ বুধবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বগুড়া সদরে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৭৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ১৮৫ ভোট।
বগুড়া জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খাঁন রনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৫৩৬ ভোট। বগুড়া সদরে ৪ লাখ ৩৪ হাজার ২২৯ জন ভোটারের মধ্যে ৮৫ হাজার ৬৯৬ জন ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪ হাজার ২০৪ ভোট বাতিল হয়েছে। ভোট গ্রহনের হার ছিলো ১৯.৭৪ শতাংশ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোছাঃ তহমিনা আকতার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ডালিয়া খাতুন রিক্তা।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১১৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ আহম্মেদ রিজু (মোটরসাইকেল) পেয়েছেন ৫৭ হাজার ৮০৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে শাহ নেওয়াজ ৬২ হাজার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাকী (মাইক) পেয়েছেন ২৬ হাজার ৯৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জান্নাতী আক্তার কলস প্রতীকে ৪৬ হাজার ৯৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটত প্রতিদ্বন্দ্বী ববিতা ফেদৌসী (ফুটবল) পেয়েছেন ৩৫ হাজার ৮৫ ভোট। এ উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৩০ হাজার ৯৫ জন।
শাজাহানপুর উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু মোটরসাইকেল প্রতীকে ৫২ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন আনারস প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৩৩১ ভোট। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে তালা প্রতীকে আব্দুল মজিদ এবং নারী ভাইস চেয়ারম্যান হয়েছেন পাপিয়া সুলতানা। তার প্রতীক ছিল হাঁস।