Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ার দুপচাঁচিয়ায় বাইক চালকদের নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

বগুড়ার দুপচাঁচিয়ায় বাইক চালকদের নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

June 15, 2024 07:42:55 PM   জেলা প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়ায় বাইক চালকদের নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রায়হানুল ইসলাম, বগুড়া:
ঈদকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় বাইক চালকদের নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। কিশোরগ্যাং ও বেপরোয়া চালকদের সড়ক দুর্ঘটনা রোধে এ অভিযান চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি।

১৫ জুন শনিবার সকাল থেকে দিনব্যাপী তালোড়া- দুপচাঁচিয়া রোডসহ বিভিন্ন স্থানে এই অভিযান চলে।

দিনব্যাপী এই অভিযানে ড্রাইভিং লাইসেন্স সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সর্ব মোট ৬ জনের কাছ থেকে ৩ (তিন) হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান অফিস সহকারী কাম পেশকার মোঃ জিল্লুর রহমান।

দুপচাঁচিয়া থানা পুলিশসহ স্থানীয় গ্রাম পুলিশ অভিযানকালীন সময়ে সার্বিক সহযোগিতা করেন। ঈদ ও ঈদ পরবর্তী সময়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।