
বগুড়া সংবাদদাতা:
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার সহ-সভাপতি ও সারিয়াকান্দি প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রফিকুল ইসলামকে চিকিৎসা সহায় প্রদান করা হয়েছে। বুধবার সকালে সারিয়াকান্দিস্থ নিজ বাড়িতে সংগঠনের বগুড়া জেলা শাখার পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার সভাপতি সাংবাদিক রায়হানুল ইসলাম, সারিয়াকান্দি প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. আক্তারুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক ইমরানুল হক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, মাওলানা আরিফুর রহমান, হারুন অর রশিদ প্রমুখ।
বাংলাদেশ সাংবাদিক জোট সাংবাদিকদের অধিকার আদায় ও আপৎকালীন সহায়তা প্রদানে সর্বদা সচেষ্ট বলে জানান জোটের সভাপতি রায়হানুল ইসলাম। সাংবাদিকদের বিপদে-আপদে যে সংগঠন বা সাংবাদিকরা পাশে থাকেন তারাই প্রকৃত মানবিকতা সম্পন্ন সাংবাদিক বলে জানান সাংবাদিক আখতারুজ্জামান।
এরআগে গত ৬ এপ্রিল ২০২৪ সাংবাদিক জোটের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক রফিকুল ইসলাম।