Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বাজারে চা খেতে গিয়ে লাশ হলো আবদুল্লাহ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাজারে চা খেতে গিয়ে লাশ হলো আবদুল্লাহ

March 19, 2023 07:02:30 PM   স্পোর্টস ডেস্ক
বাজারে চা খেতে গিয়ে লাশ হলো আবদুল্লাহ

পাংশা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশায় দাদার সাথে বাজারে চা খেতে গিয়ে চায়ের দোকানে বিদ্যুৎপৃষ্টে আব্দুল্লাহ নামে সারে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মার্চ)  সকাল ৭টার দিকে দাদা জনাব আলী শেখ এর সাথে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বউ বাজার শাহাদাৎ ওরফে শাহাদুলের চায়ের দোকানে চা খেতে গেলে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ উপজেলার বাবুপাড়া ইউনিয়নের পাংশা বাবুপাড়া গ্রামের সৌদি প্রবাসী সেলিম শেখের ছেলে।

আব্দুল্লাহর দাদা মো. জনাব আলী শেখ জানান, প্রায়দিনের ন্যায় নাতিকে নিয়ে বাড়ির নিকটতম বউ বাজারে চা খেতে যান। চায়ের দোকানের টেবিলে অবস্থিত ষ্টিলের ট্রের উপর রাখা চা বানানো ইলেট্রিক জগ এর মাধ্যমে ওই ট্রেটি কোন এক সময় বিদ্যুতায়িত হয়ে যায়। এর মধ্যে আমার অজান্তে আমার নাতী ছেলে গিয়ে ওই ট্রেতে হাত দিলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে পরে যায়। এ সময় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায়, ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিততে সকলের আবেদনের প্রেক্ষিতে নিহতের পরিবারের কাছে মরদেযহ হস্তান্তর করা হয়েছে।