
সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সরকারী সহযোগীতা ছাড়াই ব্যক্তি উদ্যোগে চলছে হাফেজিয়া মাদ্রাসা। ইসলামী চিন্তাবিদ আলহাজ রেজাউল ইসলাম তালুকদার এলাকায় ধর্মীয় শিক্ষা প্রসার ও শ্রেষ্ঠ কিতাব আলকোরআন এর হাফেজ সৃষ্টির লক্ষ্যে ব্যক্তি উদ্যোগে দুই বছর আগে গড়ে তুলেছেন হাফজিয়া মাদ্রাসা ও কবরস্থান। মাদ্রাসায় অধ্যয়নরতন রয়েছে অর্ধশত কোমলমতি শিক্ষার্থী।
এলাকা ঘুরে জানা যায়, বিশিষ্ট ইসলামী চিন্তবিদ আলহাজ রেজাউল ইসলাম তালুকদার তাঁর নিজ চিন্তা চেতনায় এলাকায় মহান আল্লাহর পবিত্র কালামুল্লাহ আল কোরআন শিক্ষা ও হাফের সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠা করেন একটি হাফেজিয়া মাদ্রাসা ও কবরস্থান।স্থানীয় জনগণের সহযোগীতায় পরিচালনা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুটি। প্রায় অর্ধশত শিক্ষার্থী ও চারজন শিক্ষকের খরচ বহন করতে হচ্ছে পরিচালনা কমিটিকে।
এ বিষয়ে হাফেজিয়া মাদ্রাসা ও গোরস্থানের প্রতিষ্ঠাতা আলহাজ রেজাউল ইসলাম তালুকদার বলেন, এলাকা ধর্মীয় শিক্ষা বিস্তার কোরআনে হাফেজ সৃষ্টির লক্ষ্যে গড়ে তুলছি একটি হাফেজিয়া মাদ্রাসাও গোরস্থান। এখানে প্রায় পঞ্চাশজন শিষার্থী ও চার শিক্ষকের খরচ বহন করতে বেগ পেতে হচ্ছে। এ পর্যন্ত সরকারী কোন সহযোগীতা পাইনি।