Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / বরাকে অখণ্ড সংঘ প্রধান তপন ব্রহ্মচারীর পর্দাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরাকে অখণ্ড সংঘ প্রধান তপন ব্রহ্মচারীর পর্দাপন

May 03, 2025 08:12:32 PM   অনলাইন ডেস্ক
বরাকে অখণ্ড সংঘ প্রধান তপন ব্রহ্মচারীর পর্দাপন

আসাম সংবাদদাতা:
চার বছর পর আসাম রাজ্যের বরাক উপত্যকা সফরে এসেছেন শ্রীশ্রী স্বরূপানন্দ পরমহংস দেবের আধ্যাত্মিক উত্তরসূরি এবং নিখিল বিশ্ব অখণ্ড সংগঠনের প্রধান শ্রীশ্রী তপন ব্রহ্মচারী (দাদামণি)। আট দিনের এই সফরে তিনি শিলচর ও শ্রীভূমির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

শুক্রবার (২ মে) দুপুরে তিনি কলকাতা থেকে বিমানে এসে পৌঁছান শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে। সেখান থেকে তাঁকে শিলচরের রাধামাধব রোডের অযাচক আশ্রমে নিয়ে আসা হয়। আশ্রমে কিছু সময় বিশ্রামের পর সন্ধ্যায় তিনি ভক্তদের দর্শন দেন।

শনিবার (৩ মে) আশ্রম চত্বরে শ্রীশ্রী দাদামণি দীক্ষা প্রদান করেন।