
বরিশাল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে আমিরুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদক পদে এস এম জাকির হোসেন বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৫টা থেকে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে রাত ৮টা পর্যন্ত। রাত ১০টার পর ভোট গণনা শেষে নির্বাচন কমিশন তাদের বিজয়ী ঘোষণা করে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও কাজী আল মামুন। সাধারণ সম্পাদক পদে এস এম জাকির হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাজী আবদুল্লাহ আল রাসেল।
ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা পর্বটি ছিল প্রেসক্লাবের সদস্যদের মধ্যে বিশেষ উদ্দীপনার সৃষ্টি করেছে।