Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে দুই দালাল আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে দুই দালাল আটক

December 18, 2024 08:12:10 PM   উপজেলা প্রতিনিধি
বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে দুই দালাল আটক

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে দুই দালাল আটক হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুদকের বরিশাল অফিসের একটি দল অভিযান চালিয়ে শাহিদা বেগম ও তার এক সহযোগীকে আটক করে। তবে সহযোগীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, পাসপোর্ট অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যে সেবা প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, দালালদের সঙ্গে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাও জড়িত। এর আগে দুদক দুইবার অভিযান চালিয়েও কাউকে আটক করতে পারেনি। তবে এবার তৃতীয় দফার অভিযানে তারা সফল হয়েছে।

দুদক বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ম বহির্ভূত কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।