Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

May 14, 2024 02:09:46 PM   জেলা প্রতিনিধি
বড়াইগ্রামে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি: 
নাটোরের বড়াইগ্রামে চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান, চাল, গম সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বনপাড়া এলএসডি খাদ্যগুদামে ধান, চাল ও গম সংগ্রহ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা ডালিম কাজী সহ উপজেলার মিল মালিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে রাইস মিল থেকে প্রতি কেজি চাল ৪৫ টাকা দরে ৭৬৩৯ টন এবং প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৩২ টাকা দরে ধান ৫৭৬ টন, ৩৪ টাকা দরে ১০৯৯ টন গম ক্রয় করা হবে।