
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ৮০টি গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালী যুক্ত থেকে এসব গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন সহ সুবিধাভোগীরা।
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমি ও গৃহহীন প্রতিটি পরিবারকে দুই দশমিক পাঁচ শতাংশ জমির মালিকানা দিয়ে একটি আধা-পাকা বাড়ি দেওয়া হচ্ছে, যা স্বামী-স্ত্রী উভয়েরই হবে। প্রতিটি বাড়িতে দুটি বেডরুম, একটি রান্নাঘর, একটি টয়লেট ও বারান্দা রয়েছে।