Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

November 26, 2024 12:55:10 PM   অনলাইন ডেস্ক
বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুরে একটি অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।  

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস বা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় কালিকাপুর এলাকার একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও চারজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।  
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।