
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে “ভাই” বলে সম্বোধন করায় এক সংবাদকর্মীকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
জানা যায়, শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সংবাদকর্মী চিকিৎসকের কাছে এক রোগীর অবস্থা জানতে চান। কথোপকথনের সময় তিনি চিকিৎসককে “ভাই” বলে সম্বোধন করলে ডাক্তার আসাদ ক্ষুব্ধ হয়ে বলেন, “ভাই না, স্যার বলতে হবে।” সংবাদকর্মী নিজের পরিচয় দিলে চিকিৎসক আরও ক্ষিপ্ত হয়ে তাকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে বলেন।
এ ঘটনায় উপস্থিত রোগী ও তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, একজন চিকিৎসক জনগণের সেবক, তাকে ‘ভাই’ বলে সম্বোধন করা অন্যায় নয়। চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি একজন মানুষ, তার কাছ থেকে সৌজন্যমূলক আচরণ প্রত্যাশিত।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দাবি জানিয়েছেন, চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ জানান, “বিষয়টি সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”