
বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম বাঁশখালীতে পারিবারিক বিরোধে দুই পক্ষের মারামারির সময় ঘটনাস্থলে না থেকে নিজ ঘরে ঘুমিয়ে থাকা মোস্তাক আহমে নামে এক ষাটোর্ধ্ব বৃদ্ধকে মামলার আসামী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতে তার নাম উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী মোস্তাক আহমেদের পরিবারের। মামলাটি করেছেন তারই ভাতিজা বেলাল উদ্দিন। ঘটনাটি ঘটেছে উপজেলার ১১নং পুইছড়ি ইউনিয়নের সাইয়্যার পাড়ায়।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বেলাল উদ্দিন ও তার চাচা জামাল উদ্দিনসহ অন্যদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২২ মার্চ ২০২৩ইং তারিখ জামাল উদ্দিনসহ অন্যদের সাথে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ওই দিনই মামলা দায়ের করেন বেলাল। কিন্তু ঘটনার সময় ভুক্তভোগী ষাটোর্ধ্ব বৃদ্ধ মোস্তাক আহমেদ বাড়িতে ঘুমাচ্ছিলেন। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে তাকে মামলার ৮নং আসামী করে বেলাল। স্থানীয় বাসিন্দা ফজল কাদের, আব্দুল কাদের, শাহাব মিয়া, রমিজ উদ্দিন, আমির হোসেনসহ আরো অনেকে মারামারির সময় বৃদ্ধ মোস্তাক তার নিজ ঘরে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কোনো অপরাধ না করেও শত্রুতাবশত অথবা সামাজিকভাবে হেয় করার জন্য করা এই মামলায় হতাশ বৃদ্ধ মোস্তাক আহমেদ। এ ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই পেয়ার আহমেদ বলেন, ওসি সাহেব এজাহার করেছে, আমার করার কিছু নেই।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, বাদীর মামলার প্রেক্ষিতে এজাহারভুক্ত করা হয়েছে। তবে কোনো নিরপরাধ যেন হয়রানির শিকার না হয় সেজন্য আমরা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।