Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জের ঘিওর থানায় নবাগত ও বিদায়ী ওসিকে সংবর্ধনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মানিকগঞ্জের ঘিওর থানায় নবাগত ও বিদায়ী ওসিকে সংবর্ধনা

July 26, 2022 03:00:17 AM  
মানিকগঞ্জের ঘিওর থানায় নবাগত ও বিদায়ী ওসিকে সংবর্ধনা

মানিকগঞ্জ সংবাদদাতা:
ঘিওর থানায় নবাগত ও বিদায়ী ওসিকে সংবর্ধনা বদলি জনিত কারণে সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব এবং সদ্য যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমানকে  সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার  (২৪ জুলাই) রাতে  ঘিওর  থানা প্রাঙ্গণে পুলিশের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।

ঘিওর থানা পুলিশের পরিদর্শক ( ওসি তদন্ত  ) মোঃ খালিদ মনসুর এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পুলিশ সুপার শিবালয় সার্কেল নুরজাহান লাবনী।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসআই মো. মনিরুল ইসলাম, আল মামুন, আশাদ, সিয়াম বেলাল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব যোগদান করার পর পুলিশ জনতার এ কথাটির প্রমাণ রেখেছেন। তিনি উপজেলার মাদক, ছিনতাই,সন্ত্রাস আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ সফলতা অর্জন করেছেন।

এ সময় বক্তারা বলেন তিনি দল মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে সরকারি দায়িত্ব পালন করেছেন। বিদায় বেলা উপজেলার সকল শ্রেণীর মানুষের উপস্থিতিই তার প্রমাণ করে। তিনি ঘিওর থানা কে একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। সুদক্ষ, মেধাবী ও চৌকস এ পুলিশ কর্মকর্তাকে বিদায় জানাতে গিয়ে অনেকে আবেগেআপ্লুত হয়ে পড়েন। এ সময় বক্তারা নব যোগদান কৃত ওসি মোঃ আমিনুর রহমান  বিদায়ী (ওসির) পথ অনুসরণ করার অনুরোধ জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদায়ী ও নব যোগদানকৃত ওসিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।