Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্...

মানিকগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন

July 21, 2022 06:00:08 AM  
মানিকগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন

মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মানিকগঞ্জ হিন্দু মহাজোট।

বুধবার সকাল ১০টার সময় মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে নড়াইলের ঘটে যাওয়া সংখ্যালঘু পরিবারের উপর নৃশংস হামলা, মন্দির ও প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, নারী নির্যাতন ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ভাকলা গ্রামে সুবোধ শীলের বাড়ি প্রতিমা ভাংচুর ও নারী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ হিন্দুমহাজোট মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা হিন্দু মহাজোটের সভাপতি এড. সুনীল মন্ডল, সাধারণ সম্পাদক তাপস রাজবংশী । যুব মহাজোটের সভাপতি শ্রী বিকাশ রাজবংশী সাধারণ সম্পাদক লিপু চন্দ্র হালদার, ছাত্র মহাজোটের সভাপতি অধ্যাপক রামপ্রসাদ চন্দ্র আর্য। রাজবংশী সংস্কার পরিষদের সভাপতি অনিল রাজবংশী।

হিন্দুদের অধিকার আদায়ে কেন আমরা পিছিয়ে থাকবো, আমরা কি দেশের নাগরিক নই? বারবার কেন সংখ্যালঘুদের উপর হামলার শিকার হতে হবে। ভুক্তভোগীর পরিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জেলাপ্রশাসক এর কাছে।