
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে মাঠে ধান কেটে বাড়ী ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে মোয়াজ্জেম হোসেন (৪২) নামে এক কৃষি শ্রমীকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধায় উপজেলার কামতা গ্রামের মাঠে এঘটনা ঘটে। শ্রমীক মোয়াজ্জেম হোসেন কুড়িগ্রাম জেলা সদরের সোনালের কুঠির গ্রামের হায়দর আলীর ছেলে।
কামতা গ্রামের গৃহস্থ্য জামাল উদ্দীন বলেন, প্রতি বছর মোয়াজ্জেমসহ বেশ কিছু শ্রমীকরা আমার বাড়ীতে এসে ধান কাটা-মাড়াইয়ের কাজ করেন। রোববার মাঠে ধান কেটে সন্ধায় বাড়ী ফেরার পথে মেইন লাই থেকে গভীর নলকূপের সাথে সংযোগের ঝুলে থাকা তারে স্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে এলাকার বগারবাড়ী বাজারে ডাক্তারের নিকট নিয়ে যাবার সময় মারা যায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এব্যাপারে কোন অভিযোগ নাথাকায় শ্রমীকরা মরদেহ নিয়ে গেছেন।