
রংপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় ব্যাপক উৎসব উদযাপনের মধ্য দিয়ে রংপুরেও উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু-কিশোর দিবস।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০ টার দিকে নগরীর মুক্তিযুদ্ধ চত্বরে বঙ্গবন্ধু মুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।
পরে সেখানে একে একে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন, মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
এদিকে নগরীর টাউনহল ও শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জীবন দর্শন, আদর্শ, বর্ণাঢ্য কর্মজীবন ও শিশুদের প্রতি তার মমত্ববোধ প্রজন্মের কাছে বিকশিত করতে নানা কর্মসূচি রয়েছে।