Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

March 22, 2025 09:24:04 PM   অনলাইন ডেস্ক
লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন আহত হন। আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল বাসেত হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরদার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছে। আহতদের মধ্যে আব্দুল আজিজ লিটন হাওলাদার (৫২), মো. হেলাল (৪২), মো. কাউছার (২৬), মুর্তজা মাহি (২১), জয়নাল (৪২) ও ইসারুল্লা (২৩) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, দুই দিন আগে হায়দরগঞ্জ বাজারে বাসেত হাওলাদারের সমর্থকরা মিছিল বের করে এবং সেখান থেকে হাওলাদারের বিরুদ্ধে ফেসবুকে কটূক্তির অভিযোগ তুলে মিজান সমর্থকদের উদ্দেশে হুঁশিয়ারি দেয়। এর জেরে শুক্রবার রাতে মিজান সমর্থকরা পাল্টা মিছিল করে এবং ওই মিছিল থেকে হাওলাদার সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বাসেত হাওলাদারের ছেলে আব্দুল আজিজ লিটন হাওলাদার ও নাতি মো. কাউছারসহ ১২ জন আহত হন। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়পুর উপজেলা বিএনপির সদস্য সচিব নাজমুল ইসলাম মিঠু বলেন, ‘এটি বিএনপির দলীয় বিরোধ নয়। হাওলাদার ও সরদার পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে। তারা দলীয় পদ-পদবীতে থাকায় এটিকে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ বলে প্রচার করা হচ্ছে, যা সঠিক নয়। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’