Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শেখ রাসেলের জন্মদিনে সালথায় কেক কাটলেন আ.লীগ নেতা হালিম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শেখ রাসেলের জন্মদিনে সালথায় কেক কাটলেন আ.লীগ নেতা হালিম

October 19, 2023 01:20:25 PM   উপজেলা প্রতিনিধি
শেখ রাসেলের জন্মদিনে সালথায় কেক কাটলেন আ.লীগ নেতা হালিম

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল এর ৬০তম শুভ জন্মদিন উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় কেক কাটলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা, বাংলাদেশ আওয়ামীলীগের জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য, বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফ‌রিদপুর-২ আস‌নের আওয়ামীলী‌গের ম‌নোনয়ন প্রত‌্যাশী মেজর (অবঃ) আতমা হালিম (দুলু)।

নগরকান্দ‌া ও সালথা উপ‌জেলা আওয়ামীলীগ ও সহ‌যোগী সংগঠ‌নের আ‌য়োজ‌নে বুধবার (১৮ অক্টোবর) বিকা‌লে সালথা সদর বাজারের বাইপাস সড়কে অবস্থিত মেজর (অবঃ) আতমা হালিম এর আওয়ামীলীগ সরকা‌রের উন্নয়ন ও প্রচারণা অফিসে কেক কাটেন তিনি। এর আগে শহিদ শেখ রাসেল ও জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আ‌লোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ আওয়ামী লীগ নেতা মেজর (অবঃ) আতমা হালিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের আজ ৬০তম জন্মদিন। ১৯৬৪ সালের এদিনে বঙ্গবন্ধুর  ঢাকা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। ১৯৭১ সাল ও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শাহাদাৎ বরণকারীসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুসহ সপরিবারের হত্যাকারিরা ও ষড়যন্ত্রকারিরা এখনো বিদেশে পালিয়ে রয়েছে। তাদেরকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক। সামনেই দ্বাদশ জাতীয় নির্বাচন এই নির্বাচনকে ঘিরে অনেকেই প্রোপাগান্ডা ছড়িয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার করার চেষ্টা করছে। এগুলো কেউ কানে না নিয়ে সকলে যার যার অবস্থান থেকে দলমত নির্বিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে পুনরায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করবো ইনশাআল্লাহ।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইশারত হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোল্লা, বল্লভদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লুলু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আলী, উপজেলা কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী জাকির হোসেন (জাকু), নগরকান্দা পৌর কাউন্সিলার কাওছার আহমেদ, যুব লীগ নেতা লুৎফর রহমান, রাসেল খান প্রমুখ। এছাড়াও সালথা-নগরকান্দা  আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।