
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে তিনটি মামলায় ৬৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা বহু নেতাকর্মীদেরকে আসামী করা হয়েছে। একটি মামলায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
রবিবার দিবাগত রাতে পাশ্ববর্তী ভালুকা উপজেলার মাস্টার বাড়ি এলাকা থেকে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
গ্রেপ্তারকৃত মো. আমিনুল ইসলাম সরকার (৩২) উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মোজাম্মেল সরকারের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা ছাত্রদের সদস্য সচিব।
এদিকে সোমবার (৬ নবেম্বর) বিএনপি'র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুসহ ২৭ জনের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর শ্রীপুরে তিনটি মামলায় ৬৬ জনের নাম উল্লেখসহ কয়েকশ অজ্ঞাতনামা বিএনপি নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, গাড়ি পুড়ানোর ঘটনায় গত কয়েক সপ্তাহে বিস্ফোরক আইনে ৩টি মামলা রুজু হয়েছে। একটি মামলার প্রধান আসামি ছিলেন ছাত্রদল নেতা আমিনুল ইসলাম সরকার। তাকে গত রবিবার রাতে র্যাব গ্রেপ্তার করে।
র্যাব-১ তাকে থানায় হস্তান্তর করে। বাকি আসামীদেরকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।