
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ী এলাকায় একটি মোজা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে।
শনিবার( ৩ ফেব্রুয়ারি) বিকেল উপজেলার রাজাবাড়ি এলাকায় গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার সাটিয়াবাড়ি একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। পরে এটি আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস, রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের মাত্রা বাড়তে থাকায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট কে খবর দেওয়া হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে একটি কারখানার দুই তলা ও তিন তলায় আগুন লেগেছে। এক ঘন্টা চেষ্টায় চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।