Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে প্রবল বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি, বাসস্থানে জলাবদ্ধতায় চরম ভোগান্তি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

শ্রীপুরে প্রবল বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি, বাসস্থানে জলাবদ্ধতায় চরম ভোগান্তি

October 06, 2023 05:21:40 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে প্রবল বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি, বাসস্থানে জলাবদ্ধতায় চরম ভোগান্তি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে রাতব্যাপি প্রবল ভর্ষণে ফসলী জমি মৎস্যখামার তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাসস্হানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসবাবপত্র পানির নিচে তলিয়ে চরম ভোগান্তিকে পড়েছে মানুষ,অনেক রাস্তা ভাঙনের কবলে পড়ে  যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার দিবাগত সারারাত অতিরিক্ত বৃষ্টিপাতে  উপজেলার কয়েক হাজার একর আমনধান পানির নিচে তলিয়ে গেছে। কোন কোন আমনধান খেত ৫/৭ফুট পানির নিচে তলিয়ে গেছে। ভাড়ী বৃষ্টিপাতের ফলে শতাধিক মাছের খামারের পাড় ভেঙে এবং খামার তলিয়ে মাছ ভেসে গেছে। নষ্ট হয়েছে শীতকালীন বিভিন্ন শাকসবজি খেত।

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভারি বর্ষণে পানির স্রোতে  অনেক রাস্তাঘাট ব্রিজ কালভার্ট অতিরিক্ত পানির স্রোতে ভেঙে গেছে।  তলিয়ে গেছে বিভিন্ন আঞ্চলিক সড়ক। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সর্বসাধারণকে।

সরজমিন ঘুরে দেখা যায়, উপজেলার পৌর এলাকাসহ, তেলিহাটি, কাওরাইদ,গাজীপুর,বরমী,প্রহলাদপুর,রাজাবাড়ি ইউনিয়নের  শতশত একর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। ধান খেতের মধ্যে থৈথৈ করছে পানি। মাছ শিকারারী বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ শিকার করছে৷ উপজেলা তেলিহাটি ইউনিয়নের আবদার তালতলী পেলাইদ গ্রামের বিভিন্ন ফসলী জমিতে ৭ ফুট ৮ ফুট পানি। ধানখেতের কোন চিহ্নই নেই। এছাড়াও মাওনা ইউনিয়নের সিংদিঘী, পাথারপাড়া, চকপাড়া গ্রামের শতশত একর শীতকালীন শাকসবজির খেত পানিতে তলিয়ে  শাকসবজি নষ্ট হয়েছে। উপজেলা ধামলই গ্রামের বেশ কয়েকটি মাছের খামারের মাছ পানিতে ভেসে গেছে। উপজেলা নান্দিয়া সাঙ্গুন গ্রামের নদী ঘেঁষা ফসলী জমি পানিতে তলিয়ে গেছে। উপজেলার কাওরাইদ ইউনিয়ন কাওরাইদ টু বরমী সড়কের কালি নারায়ণ উচ্চ বিদ্যালয় এলাকায় সড়কের নিচের মাটি সরে ব্যাপক গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন বিভিন্ন আঞ্চলিক সড়কের কালভার্ট ভেঙে গেছে। গ্রামীন সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ রয়েছে।

পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাসাবাড়ি দোকানপাট সিএনজি ষ্টেশনে পানি জমে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাটিরঘর ধষে আহত হয়েছে অনেকেই। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের মৎস্য চাষি আরিফ মিয়া বলেন, আমার মৎস্য খামার ভেঙে কমপক্ষে ২০ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। একই ইউনিয়ন যোগিরছিট গ্রামের মৎস্য চাষি লিটন মিয়া বলেন, আমার পুকুরের পাড় ভেঙে ৩ লাখ টাকার মাছ ভেসে গেছে।

বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৎস্য চাষি মাজহারুল ইসলাম বলেন, মৎস্য খামারে বাধ ভেঙে রাতের আঁধারে সমস্ত মাছ নদীতে ভেসে গেছে।

মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, চকপাড়া গ্রামের শাকসবজির আদর্শ গ্রামে শতশত বিঘা জমিতে রোপণ করা শীতকালীন শাকসবজি নষ্ট হয়েছে। শাকসবজি খেতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাতে করে কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাড়ী বৃষ্টিপাতে উপজেলার গাজীপুর নগরহাওলা গ্রামে মাটিরঘর ভেঙে নানী নাতি গুরুতর আহত হয়েছে।

তেলেহাটি ইউনিয়নে আবদার গ্রামে মাটির ঘর ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও জৈনা বাজার এলাকার পার্শ্ববর্তী বাসা বাড়ি জলাবদ্ধতায় কারনে গ্যাস ও বিদ্যুৎ বিপর্যয়ে দুর্গম চরমে।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী রাকিবুল আহসান জানান, প্রবল ভর্ষণে কয়েকটি সড়কে ক্ষয়ক্ষতি হয়েছে,এছাড়াও কালভার্ট ভেঙে গেছে,সড়ক দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। যত দ্রুত সম্ভব এগুলো মেরামতের ব্যবস্থা করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বর্না জানান, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে উপজেলার অনেক জমির ফসল এখন পানির নিচে। দ্রুত সময়ের মধ্যে পানি নেমে গেলে ক্ষয়ক্ষতি কম হবে। দীর্ঘ দিন ফসলি জমি পানির নিচে থাকলে ফসল পঁচে নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ওহিদুল আবরার জানান,অনেক মৎস্য খামার ভেঙে মাছ ভেসে গেছে। কি পরিমাণ কতগুলো মাছের খামার ভেসে গেছে তা সঠিক করা এখন বলা যাচ্ছে না।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, সংশ্লিষ্ট সকল দপ্তরের দপ্তর প্রধানদের সার্বিক খোঁজ খবর রাখতে বলা হয়েছে।