Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

November 10, 2023 02:41:45 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
আজকের পত্রিকা শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক রাতুল মণ্ডলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি এবং স্মারক লিপি দিয়েছে সাংবাদিকরা।

বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) দুপুরে শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রীপুরে কর্মরত সংবাদকর্মীরা।

মানববন্ধনে আব্দুস ছালাম রানার সভাপতিত্বে ও  মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,দৈনিক যুগান্তর  শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ,শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি সাদিক মৃধা, দৈনিক কালের কণ্ঠের শাহীন আকন্দ,   দৈনিক ঢাকা শ্রীপুর প্রতিনিধি সিদ্দিকুর রহমান, ভোরের সময়ের শ্রীপুর প্রতিনিধি মাহফুজুর রহমান ইকবাল, আনন্দ টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি আদনান মামুন,এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি কবির সরকার,শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার শ্রীপুর প্রতিনিধি মোঃ উজ্জ্বল মিয়া,সাংবাদিক আরিফ প্রধান, দৈনিক দেশের পত্রের শ্রীপুর প্রতিনিধি মো.শাহাদত হোসাইন, দৈনিক স্বদেশ প্রতিদিনের আব্দুল আজিজ।

এসময় উপস্থিত ছিলেন, দেশ রূপান্তরের শ্রীপুর প্রতিনিধি মো. রেজাউল করিম সোহাগ, আলোকিত বাংলাদেশ শ্রীপুর প্রতিনিধি মোশাররফ হোসাইন তযু, মানব কণ্ঠের শ্রীপুর প্রতিনিধি সিহাব খান, সময়ের আলোর শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটন, হিমু সরকার, সাংবাদিক এমদাদুল হক, সাংবাদিক আসাদুজ্জামান বিপু, সাংবাদিক সাইফুল আলম সুমন, সাংবাদিক মোজাহিদ, সাংবাদিক জোনায়েদ, সাংবাদিক আরিফ মন্ডল,সাংবাদিক তানভীর আহমদ, আতিক হাসান, সাংবাদিক নঈমুল ইসলাম সজীব, রমজান আলী রুবেল, আতিকুল রহমান, রুমান মিয়া, আব্দুল কাদির, ওয়াসিম আকরাম, শামীম আল মামুন,আব্দুল্লাহ তারেক রানা, শফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এ ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সাংবাদিকরা নির্বিঘ্নে সংবাদ কাভার করতে পারেন।