Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

July 26, 2022 04:41:54 AM  
শ্রীপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় অবৈধ যান-বাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (২৫ জুলাই)  সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা তরিকুল ইসলাম। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫টি মামলা দিয়ে ১৭হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় মাওনা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, এসআই রফিকুল ইসলাম, এসআই আশরাফুল হকসহ মাওনা হাইওয়ে থানার অফিসার-ফোর্সের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।