
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা সোমবার সন্ধ্যা ৭ টায় ‘শ্রীপুর সাংবাদিক সমিতির’ মাসিক আলোচনা সভা ও সাংবাদিক মৃত্যুতে শোক পালন করা হয়েছে।
শ্রীপুর সাংবাদিক সমিতি সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ আলী বাবুলের সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা, দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি, মাহফুজুর রহমান ইকবাল, এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমান সবুজ, নইমুল ইসলাম সজীব, আজহার ইসলাম, মাসুম বিল্লাহ, মিজানুর রহমান, রমিজ উদ্দিন, হাজী আসাদুজ্জামান, সোনিয়া আক্তার ও শেফালী আক্তার প্রমুখ।
এরআগে শ্রীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উজ্জল মিয়া অসুস্থ থাকায় তার রোগ মুক্তি জন্য দোয়া করা হয় এবং গত ২৪ জুলাই রাত ৮ টায় ঢাকা একটি হাসপাতালে দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে গাজীপুরের সিনিয়র সাংবাদিক নুরুল আমিন মৃত্যুবরণ করায় সমিতির সকল সদস্য এক মিনিট নিরবে দাঁড়িয়ে শোক পালন করেন। সাংবাদিক নুরুল আমিন দীর্ঘদিন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও গাজীপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক শক্তি ও গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গণমুখ পত্রিকার হিসেবে দায়িত্ব কর্মরত ছিলেন । তার মৃত্যুতে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক পালন করেছেন। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনাগাহী রেখে গেছেন।