Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / স্থানীয় সরকার দিবস উপলক্ষে পাটগ্রামে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

স্থানীয় সরকার দিবস উপলক্ষে পাটগ্রামে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

September 17, 2023 04:20:31 PM   উপজেলা প্রতিনিধি
স্থানীয় সরকার দিবস উপলক্ষে পাটগ্রামে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

পাটগ্রাম প্রতিনিধি, লালমনিরহাট:
সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় প্রথমবারের মত পাটগ্রাম উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

দিবসটি পালনের লক্ষ্যে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার, পাটগ্রাম উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, পাটগ্রাম অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, পাটগ্রাম এলজিইডি কর্মকর্তা মাহবু-উল আলম প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি  পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মাচরী, স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ, ইউপি সদস্যবৃন্দ, সেবাপ্রার্থী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এ মেলায় উপজেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ৭টি ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত ১০টি স্টলে বিভিন্ন সেবা প্রদানসহ সরকার এবং স্থানীয় সরকার বিষয়ক অর্জন সমূহ প্রদর্শন, উপকারভোগীদের সাথে আলোচনা, রাজস্ব আদায় বৃদ্ধি, জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য কর্মসূচি গ্রহণ, অংশীজন সমাবেশ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুতির বিষয়ে সেমিনার ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।