Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সেনবাগ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সেনবাগ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

September 15, 2024 06:34:21 PM   উপজেলা প্রতিনিধি
সেনবাগ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

নোয়াখালীর সেনবাগে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন সেনবাগ উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোজনবিলাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সদস্যদের ভোটের মাধ্যমে এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রতিনিধি নিজাম উদ্দিন খোন্দকার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক একুশের সংবাদের প্রতিনিধি আলা উদ্দিন আলো।

২৭ সদস্যের এই নতুন কমিটিতে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন— সহ-সভাপতি পদে দৈনিক আজকের বসুন্ধরার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবু নাছের, দৈনিক খোলা কাগজের সেনবাগ প্রতিনিধি ফখরুদ্দীন মোবারক শাহ রিপন, দৈনিক খবরপত্রের সেনবাগ প্রতিনিধি মোহাম্মদ হারুন, দৈনিক জাতীয় নিশানের স্টাফ রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম এবং দৈনিক আলোকিত সকালের নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ ফখর উদ্দিন।

সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক গণবার্তার সেনবাগ প্রতিনিধি মোঃ মনোয়ারুল হক, দৈনিক আমাদের সময়ের সেনবাগ প্রতিনিধি আমির হোসেন লিটন, দৈনিক সংগ্রামের সেনবাগ প্রতিনিধি মোঃ জিয়া উদ্দিন এবং দৈনিক ভোরের ডাকের সেনবাগ প্রতিনিধি রফিকুল ইসলাম সুমন। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাপ্তাহিক নবজাগরণের সেনবাগ প্রতিনিধি মোঃ ইলিয়াছ।

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক বাংলাদেশ’-এর নোয়াখালী জেলা প্রতিনিধি আবু জাহের জুয়েল, প্রচার সম্পাদক পদে দৈনিক প্রথম ডাকের সেনবাগ প্রতিনিধি তোফায়েল আহমেদ মিন্টু, দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলার হাবিবুর রহমান হারুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন নোয়াখালী টিভির সেনবাগ প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম এবং শিক্ষার্থী বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সেনবাগ ভিশনের সহ-সম্পাদক মেহেদি হাসান হৃদয়।

সমাজ কল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একুশে নিউজের সেনবাগ প্রতিনিধি আবদুল মোতালেব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নোয়াখালী সময়ের বিশেষ প্রতিনিধি ও দৈনিক দেশেরপত্রের সেনবাগ প্রতিনিধি মোঃ রেজাউল করিম (রাজু)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের বসুন্ধরার সেনবাগ প্রতিনিধি আবদুল খালেক।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাসুদুর রহমান, দৈনিক একুশে সংবাদের নোয়াখালী জেলা প্রতিনিধি সাহাব উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার মোঃ সামছুদ্দিন লিটন, দৈনিক আজকালের খবরের মোঃ জাকের হোসেন, দৈনিক প্রথম ডাকার নোয়াখালী প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন, একেএম নোমান এবং দৈনিক গণকণ্ঠের মোঃ সফি উদ্দিন টিটু।

নতুন এই কমিটি আগামী দুই বছর প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।