Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে খড়ের গাদায় রহস্যজনক অগ্নিকাণ্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরিষাবাড়ীতে খড়ের গাদায় রহস্যজনক অগ্নিকাণ্ড

March 02, 2023 01:07:33 AM   দেশজুড়ে ডেস্ক
সরিষাবাড়ীতে খড়ের গাদায় রহস্যজনক অগ্নিকাণ্ড

সরিষাবাড়ী প্রতিনিধি, জামালপুর:
জামালপুর সরিষাবাড়ীতে গভীর রাতে খড়ের গাদায় অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে। রহস্যজনক এই  অগ্নিকান্ডে ঘটনা নিয়ে এলাকাবাসীর  মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটে  ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল কাজী সদর পাড়া গ্রামের কেন্দুয়া উচ্চ বিদ্যালয়ের ইংরজী শিক্ষক আব্দুল জলিলের বাড়ীতে।

বিকেলে এলাকা ঘুরে ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, স্কুল শিক্ষক আব্দুল জলিল প্রতিদিনের মতো ২৬ ফেব্রুয়ারী রাতের খাবার শেষে পরিবারের সাথে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত আনুমানিক ২.৫০(২৭ ফেব্রুঃ) ঘটিকার সময় মানুষের ডাক চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে ঘরের পাশেই খড়ের গাদায় প্রজ্জলিত আগুন দেখতে পান। স্থানীয় জনতা ও পরিবারের সদস্যদের সহযোগীতায় অনেক কষ্ট আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। শিক্ষক আব্দুল জলিল ২০১৭ সালে বিল্ডিংসহ ১৬.৫ শতাংশ জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। গত কয়েক দিন আগে প্রতিবেশীদের সাথে একটি বিষয় নিয়ে কথাকাটি হয় বলেও সূত্রে প্রকাশ।

এ বিষয়ে শিক্ষক আব্দুল জলিল বলেন, ২৭ ফেব্রুয়ারী রাত আনুমানিক ২.৫০ মিনিটের  সময় হঠাৎ আমার খড়ের গাদায় আগুন দেখতে পেয়ে পথচারীরা ডাক চিৎকার দেয়। ওই রাতে পার্শ্ববর্তী বাড়ীতে উরস চলছিলো। কয়েক দিন আগে গরু নিয়ে প্রতিবেশী মর্জিনা গংদের সাথে কথা কাটাকাটির কথাও স্বীকার করেন শিক্ষক আব্দুল জলিল।

এ বিষয়ে প্রতিবেশী মর্জিনার নিকট জানতে চাইলে তর্ক বিতর্কের কথা স্বীকার করেন। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে জানেন না বলে উল্লেখ করেন।

ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, অগ্নিকান্ডের  বিষয়টি শুনেছি। স্থানীয় একাধিক জনের সাথে কথা হলে অগ্নিকান্ডের বিষয়টি রহস্যজনক বলে উল্লেখ করেন।