Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় যুবদল নেতার বাড়ি ঘরে হামলা ও অগ্নি সংযোগের মামলায়, আ.লীগ নেতা গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

সালথায় যুবদল নেতার বাড়ি ঘরে হামলা ও অগ্নি সংযোগের মামলায়, আ.লীগ নেতা গ্রেপ্তার

March 11, 2025 10:45:20 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় যুবদল নেতার বাড়ি ঘরে হামলা ও অগ্নি সংযোগের মামলায়, আ.লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় যুবদল নেতা হাসান আশরাফের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নি সংযোগের মামলায় আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, চলতি বছরের ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে আটঘর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মোল্লা, বিএনপি নেতা নাসির মাতুব্বর এবং তার কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে যুবদল নেতা হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তারা আশরাফের একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। হামলার ফলে স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মোল্যা, ইউনুস মোল্যা, শহীদ সরদারের বাড়ি এবং শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুটপাট করে নেয়।

এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়, যার এজাহারনামীয় আসামি ছিলেন জাকির হোসেন মোল্লা। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, জাকির হোসেন মোল্লা ২টি বিস্ফোরক দ্রব্য আইন এবং ১টি মারামারি মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তাকে পুটিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।