
মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত অধ্যক্ষ এ.এম.সায়েদুর রহমানের ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার( ৩১ জুলাই) বাদ আসর মানিকগঞ্জের ঘিওর উপজেলার পঞ্চরাস্তা নিজাম সুইটস চত্বরে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মূসার উদ্যোগে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এ, এম, নাঈমুর রহমান দুর্জয় এমপির পিতা এ.এম.সায়েদুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
আয়োজিত স্মরন সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন মূসার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সারোয়ার কিরন খান, আওয়ামীলীগ নেতা আব্দুল আওয়াল, মো. মোছলেম খান, মোঃ মাসুদ রানা, এ্যাড, আব্দুল গনি শিকদার, জহিরুল আল ওয়ায়েছী, শিবলী সালেহ, শিহাব, মো. সেলিম মিয়া ও কামরুল হাসান প্রমুখ।