
ঢাকা উত্তর প্রতিনিধি:
সাভারের আশুলিয়া থেকে মাসুদ রানা নামের এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা জেলা সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোল্লা বাজার মানিকগঞ্জপাড়া এলাকায়। বাড়ির মালিক হাবিব তার একটি ভাড়া বাড়ি থেকে ঐ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় মাসুদ এর ঘরের দরজা খোলা ছিলো। নিহতের মৃত্যু নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছে এটা রহস্যজনক মৃত্যু।
এলাকাবাসী বলছে, রাতে নিজ ভাড়া ঘরে স্থানীয় পোশাক কারখানার শ্রমিক মাসুদ রানার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন সুজন নামে স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। তার মৃত্যু ঘিরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তদন্তের মাধ্যমে এটি হত্যা না আত্মহত্যা উৎঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিহত ওই গার্মেন্টস শ্রমিক জয়পুরহাট জেলার মোস্তফা মিয়ার ছেলে।
অপরদিকে ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে নৌকা ভ্রমনে গিয়ে ডিজে গান বাজিয়ে আনন্দ করার সময় নৌকা থেকে পড়ে মো. রাব্বি হোসেন নামে এক কুয়েত প্রবাসী নিখোঁজ হয়েছেন। গভীর রাতে বংশী নদীর ধামরাই সদর ইউনিয়নের কাকরান ত্রিমোহনা এলাকায় এঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডুবুরী দল, স্থানীয় উদ্ধার কর্মী ও জেলার শতাধিক নৌযান নিয়ে ঘের জাল ফেলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
এদিকে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সাভারের আমিনবাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে দশজন ব্যক্তি। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।