Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ৪৮ তলা ভবনে উঠলেন ৬০ বছরের ‘স্পাইডারম্যান’ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৪৮ তলা ভবনে উঠলেন ৬০ বছরের ‘স্পাইডারম্যান’

September 19, 2022 09:45:40 PM   আন্তর্জাতিক ডেস্ক
৪৮ তলা ভবনে উঠলেন ৬০ বছরের ‘স্পাইডারম্যান’

বয়স ৬০ বছর, তবু দমে যাননি। তিনি সবার কাছে পরিচিত ফ্রান্সের ‘স্পাইডারম্যান’ হিসেবে। গত শনিবার (১৭ সেপ্টেম্বর) প্যারিসের একটি ৪৮ তলা ভবনে ওঠেন বৃদ্ধ অ্যালাইন রবার্ট। তিনি আগেই ঠিক করেছিলেন, তার বয়স যখন ৬০ বছর হবে তার পর এই বিল্ডিংয়ে উঠবেন। লাল পোশাক পরা রবার্ট টোটাল এনার্জি নামের বিল্ডিংয়ের ১৮৭-মিটার (৬১৩ ফুট) উঁচুতে উঠেছিলেন, যা ফ্রান্সের রাজধানীর ল ডিফেন্স বিজনেস ডিস্ট্রিক্ট-এর উপরে অবস্থিত। গন্তব্যে পৌঁছনোর পর রবার্ট বলেন, আমি মানুষকে একটা বার্তা দিতে চাই যে ৬০ বছর কিছুই নয়। আপনি যেকোনো বয়সে কিছু করতে পারেন। সক্রিয় থাকুন এবং কিছু দুর্দান্ত কাজ করুন। গত মাসে রবার্টের বয়স ৬০ বছর হয়েছে।
সংবাদ সংস্থাকে রবার্ট জানান, আমি অনেক বছর আগে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমার বয়স ৬০ বছর হলে আবার এই টাওয়ারে আরোহণ করব। কারণ ৬০ বছর বয়স ফ্রান্সে অবসরের প্রতীক। ‘স্পাইডারম্যান’ হিসেবে পরিচিত রবার্ট আগে একাধিকবার টোটাল এনার্জি টাওয়ারে আরোহণ করেছেন। জলবায়ু পরিবর্তনের বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে তিনি এটি ব্যবহার করেন।
রবার্ট ১৯৭৫ সালে ভবন আরোহণ শুরু করেন। তিনি দক্ষিণ ফ্রান্সে তার নিজ শহর ভ্যালেন্সের কাছে পাথরের উপর প্রশিক্ষণ নেন। এরপর তিনি ১৯৭৭ সালে একা আরোহণ করেন এবং দ্রুত শীর্ষ পর্বতারোহী হন। তারপর থেকে তিনি দুবাইয়ের বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা, আইফেল টাওয়ার এবং সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ সহ বিশ্বের ১৫০টিরও বেশি উঁচু ভবনে আরোহণ করেছেন। যদিও অনুমতি ছাড়া আরোহণের অভিযোগে আগে বহুবার গ্রেপ্তার হয়েছেন রবার্ট। এক জোড়া ক্লাইম্বিং জুতা এবং এক ব্যাগ গুঁড়ো চক ব্যবহার করেই বহুতল ভবনগুলোতে ওঠেন তিনি।