
রকি হাসান:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ক্লাস, পরীক্ষা এবং ওয়ার্ড বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দেন তারা।
শিক্ষার্থীরা তাদের ৫ দফা দাবির মধ্যে উল্লেখ করেন, এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে না, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসন, সকল প্রকার মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ করা এবং জাতীয় চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও কার্যকর করা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মুবাশ্বিরুল ইসলাম, মুশফিকুর রহমান আফ্রিদি, রাজিন আহমেদ ও তাসনিম উল জান্নাত অবনি।