Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ‘শত্রু’ দেশ ছুঁয়ে ভারতে এলো ২০০ কেজি আফগান হেরোইন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

‘শত্রু’ দেশ ছুঁয়ে ভারতে এলো ২০০ কেজি আফগান হেরোইন

October 08, 2022 10:06:14 PM   আন্তর্জাতিক ডেস্ক
‘শত্রু’ দেশ ছুঁয়ে ভারতে এলো ২০০ কেজি আফগান হেরোইন

ভারতের কেরালার কোচি বন্দরে একটি মাছ ধরার নৌকা থেকে ২০০ কেজি আফগান হেরোইন উদ্ধার করেছে ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি), কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। এ সময় ছয় ইরানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এনডিটিভিসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, উদ্ধার এই হেরোইনের বাজারমূল্য ১ হাজার ২০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা)।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবদের বরাতে এনসিবির জেষ্ঠ্য কর্মকর্তা সঞ্জয় কুমার সিং বলেন, এসব হেরোইন আফগানিস্তানে উৎপাদন করা হয়েছে। সেখান থেকে পাকিস্তান হয়ে কেরালার কোচি বন্দরে আসা এ নৌকাটি মূলত একটি ইরানি নৌকা; কোচি বন্দরে শ্রীলংকার নৌকা নোঙ্গর করার অনুমতি থাকায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ দূর করতে ইরানি এ নৌকাকে শ্রীলংকার নৌকার আকৃতি দিয়েছিল পাচারকারীরা। তিনি আরো বলেন, নৌকাটি আটক ও তল্লাশি চালানোর সময় সেটির ভেতর পানি নিরোধক সাতটি স্তরে এসব হেরোইনের প্যাকেট থরে থরে সাজানো ছিল।
পাচারকারীরা জানায়, আফগানিস্তান থেকে পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছানোর পর পাকিস্তানি একটি নৌকায়  এসব হেরোইনের প্যাকেট নেয়া হয়েছিল। তারপর কোচিতে আসার পথে মাঝ সমুদ্রে পাকিস্তানি সেই নৌকাটি থেকে ইরানি নৌকায় হেরোইন স্থানান্তর করা হয়।
সঞ্জয় কুমার সিং বলেন, মূলত ভারত ও শ্রীলংকায় বিক্রির উদ্দেশে এ চালান এসেছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মাদক সরবরাহ করতে গত কয়েক বছর ধরে আরব সাগর ও ভারত মহাসাগরকে পথ হিসেবে ব্যবহার করছে পাকিস্তান ও আফগানিস্তানের মাদক ব্যবসায়ীরা। তিনি আরো বলেন, আফগানিস্তানে উৎপাদিত হেরোইন প্রথমে ইরানের মাকরান উপকূলীয় শহরে পাচার হয়। সেখান থেকে মাদক পাকিস্তান হয়ে সমুদ্রপথে ভারত ও শ্রীলংকায় পৌঁছায়।