Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / স্বরুপকাঠী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম ইসলাম জাহিদ সম্পাদক আজিজুল ইসলাম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

স্বরুপকাঠী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম ইসলাম জাহিদ সম্পাদক আজিজুল ইসলাম

February 25, 2025 11:24:15 AM   জেলা প্রতিনিধি
স্বরুপকাঠী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম ইসলাম জাহিদ সম্পাদক আজিজুল ইসলাম

স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের ২০২৫ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে পাঁচটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটিতে এম ইসলাম জাহিদ (দৈনিক জনতা) সভাপতি এবং মো. আজিজুল ইসলাম (দৈনিক দেশেরপত্র) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া, ইসরাত জাহান (বাংলা টিভি ৭১.কম) সহ-সভাপতি, সাইফুল ইসলাম (দৈনিক খবর বাংলা) যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইউনুস (৭১ বাংলা টেলিভিশন) সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন দূর্গাকাঠী এস জি এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুনির হোসেন এবং দৈনিক মুক্ত খবরের স্বরূপকাঠী প্রতিনিধি মো. মাহমুদুল হাসান।

নবনির্বাচিত সভাপতি এম ইসলাম জাহিদ তার বক্তব্যে জানান, সকল সদস্যের সহযোগিতায় আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তিনি প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবার একতাবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির প্রতি অভিনন্দন ও সফল কার্যকালীন সময়ের প্রত্যাশা জানিয়েছেন সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।