Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / অবৈধভাবে বিসিডিএস’র নাম ও লোগো ব্যবহারের প্রতিবাদে নেত্রকোনায় সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

অবৈধভাবে বিসিডিএস’র নাম ও লোগো ব্যবহারের প্রতিবাদে নেত্রকোনায় সংবাদ সম্মেলন

March 22, 2025 09:27:59 PM   অনলাইন ডেস্ক

অবৈধভাবে বিসিডিএস’র নাম ও লোগো ব্যবহারের প্রতিবাদে নেত্রকোনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে নেত্রকোণা জেলা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিসিডিএস নেতৃবৃন্দ অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধভাবে বিসিডিএস-এর নাম ও লোগো ব্যবহার করে সাধারণ জনগণ ও ঔষধ ব্যবসায়ীদের বিভ্রান্ত করছে। এ ধরনের প্রতারণার ফলে ঔষধ ব্যবসার সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিসিডিএস নেতারা জানান, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দেশের সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন। এই প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া এর নাম ও লোগো ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ।

সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়, যারা বেআইনিভাবে বিসিডিএস-এর নাম ও লোগো ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একইসঙ্গে ঔষধ ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিসিডিএস-এর সভাপতি আব্দুর রউফ, সিনিয়র সহ সভাপতি মোঃ মোখশেদুল মুর্শেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে, তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।