
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
‘এবার আওয়ামী লীগের মার্কা ট্রাক’ -শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুর একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হবার পর স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির হিমু নৌকার মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের ট্রাক মার্কা প্রতীকে ভোট চাইতে গিয়ে একথা বলেন। সম্প্রতি শ্রীপুর পৌর শহরের সবুজবাগ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কায় ভোট চাইতে গিয়ে এ মন্তব্য করেন।
জেলা আওয়ামী লীগের সদস্য ও শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের দায়িত্বশীল পদে থেকে নেতাকর্মীদের দ্বিধাবিভক্তি করার মত এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন বক্তব্যে দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু বলেছেন যে, আমি বলেছি আওয়ামী লীগের অনুমোদিত মার্কা ট্রাক। তিনি দাবি করেন এডিট করে তার বক্তব্য প্রচার করা হয়েছে বলে জানান তিনি।