Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / আদালতে সাক্ষ্য দেওয়ায় নিরাপত্তাহীনতার অভিযোগ, থানায় জিডি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আদালতে সাক্ষ্য দেওয়ায় নিরাপত্তাহীনতার অভিযোগ, থানায় জিডি

April 13, 2025 10:46:27 AM   উপজেলা প্রতিনিধি
আদালতে সাক্ষ্য দেওয়ায় নিরাপত্তাহীনতার অভিযোগ, থানায় জিডি

নেত্রকোনা সদর প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়া উপজেলার নিজ টেংগা গ্রামে একটি হিন্দু পরিবার মিথ্যা মামলা ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সোহাগ মিয়া এর সঙ্গে জড়িত।

অভিযোগে জানা যায়, সোহাগ মিয়া একটি গ্রামীণ সমিতির প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি গ্রাম্য শালিসে নিষ্পত্তি না হওয়ায় তা আদালতে গড়ায়। মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে সুকুমার চন্দ্র নামের এক ব্যক্তি ও তার পরিবারকে হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানান তিনি নিজেই।

সুকুমার চন্দ্র বলেন, “আমি কেবল সাক্ষ্য দিয়েছি, কোনো পক্ষ নই। অথচ এখন পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”

এলাকাবাসীর দাবি, সোহাগ মিয়া এতটাই প্রভাবশালী যে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। সুকুমার সাহস করে মুখ খুলেছেন বলেই এখন তাকেই টার্গেট করা হচ্ছে।

অভিযুক্ত সোহাগ মিয়া বলেন, “আমার সেচযন্ত্র সুকুমার নষ্ট করেছে। তার সঙ্গে আগেও মামলা ছিল। এসব আসলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।”

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান বলেন, “দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”