Date: May 19, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / আধুনিক স্টেশন উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আধুনিক স্টেশন উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী

November 05, 2023 08:43:25 PM   উপজেলা প্রতিনিধি
আধুনিক স্টেশন উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী

রবিউল ইসলাম:
বাংলাদেশের সবচেয়ে উত্তরের সীমান্তবর্তী এলাকা চিলাহাটিতে উত্তরাঞ্চলের সর্বপ্রথম আধুনিক স্টেশন উদ্বোধন হলো। রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার সকালে চিলাহাটি আইকনিক রেলওয়ে স্টেশন, প্লাটফর্ম, প্ল্যাটফর্ম শেড, ফুটওভার ব্রিজ ও ফাংশনাল ভবনের উদ্বোধন করেন।

বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসান এর সভাপতিতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে পাকশী প্রকল্প পরিচালক আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী ১ আসনের সংসদ সদস আফতাব উদ্দিন সরকার, পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাকশী ডিসও নাসির উদ্দিন।

উল্লেখ্য- ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর বাংলাদেশের চিলাহাটি আর ভারতের হলদিবাড়ী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৫৫ বছর পর ২০২০ সালের ১৭ ডিসেম্বর মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। ২০২১ সালের ২৭ মার্চ যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য মিতালী এক্সপ্রেস উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে করোনা ও ভিসা সংক্রান্ত জটিলতায় আটকে যায় মিতালী এক্সপ্রেসের চলাচল। উদ্বোধনের প্রায় দুই বছর পর ২০২২ সালের জুনে চালু হয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস।