
সাভারে আবাসিক হোটেলে রুদ্ধদ্বার অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ নারীসহ ২২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত “ডুবাই গেস্ট হাউজ” নামের একটি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ২২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৯ জন নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে—তবে তাদের মধ্যে কেউ কেউ স্বামী-স্ত্রী হতে পারেন বলেও জানান তিনি।
ওসি আরও বলেন, যাচাই-বাছাই শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছিল, যা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে এমন অভিযান চলমান থাকবে।