Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আ.লীগ নিষিদ্ধ করায় সালথায় সমমনা ইসলামি দলের শুকরিয়ানা মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আ.লীগ নিষিদ্ধ করায় সালথায় সমমনা ইসলামি দলের শুকরিয়ানা মিছিল

May 11, 2025 09:00:49 PM   অনলাইন ডেস্ক
আ.লীগ নিষিদ্ধ করায় সালথায় সমমনা ইসলামি দলের শুকরিয়ানা মিছিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ করায় ফরিদপুরের সালথায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা ও মহান রবের উদ্দেশ্যে শুকরিয়ানা নামাজ এবং শুকরিয়ানা মিছিল করেছে উপজেলার সমমনা ইসলামি দল। উপজেলা জামায়াতের উদ্যোগে রবিবার (১১ মে) বাদ আছর উপজেলা মসজিদে শুকরিয়ানা নামাজ আদায় করা হয়। এরপর উপজেলা চত্বর থেকে শুকরিয়ানা মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরের বাইপাস সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এদেশ আওয়ামী কলঙ্কমুক্ত হয়েছে। আওয়ামী লীগ মানে গুম, খুন, হত্যা, নির্যাতন, আয়না ঘর, জুলুম। আওয়ামী লীগ মানে বড় বড় প্রকল্প দেখিয়ে এদেশের ৯৬ হাজার কোটি ডলার বিদেশে পাচার করা, সাংবাদিকদের কণ্ঠরোধ করা, অবহেলিত মানুষের অধিকার কেড়ে নেওয়া এবং ভোটাধিকার কেড়ে নেওয়া।"

বক্তারা আরও বলেন, "আওয়ামী লীগ মানে ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন এবং ২০২৪ সালের ডামি নির্বাচন। তারা শপথ করেছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু বাংলাদেশের আপামর ছাত্রজনতা তাদের বুকের রক্ত দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। আমরা ছাত্র-জনতাকে ধন্যবাদ জানাই এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করেছে।"

সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সালথা সদর ইউনিটের সভাপতি মওলানা আবু সায়েম মোল্যা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী (নছরু মিয়া), রামকান্তপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মুকুল হোসাইন, ভাওয়াল ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, গট্টি ইউনিয়নের সভাপতি মোফাজ্জল মোল্লা, সোনাপুর ইউনিয়নের সভাপতি আলীমুজ্জামান শরীফ, মাঝারদিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মিকাইল হোসাইন এবং যদুনন্দী ইউনিয়নের সভাপতি কবির হোসেন প্রমুখ।

এছাড়াও জামায়াতে ইসলামের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তারিকুল ইসলাম।