
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আলোচিত আওয়ামী লীগ নেত্রী রওশন আরার বিরুদ্ধে এবার গুমের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি, রওশন আরা নিজ ছেলেকে অন্যত্র সরিয়ে রেখে স্থানীয় ২০ জন নিরীহ মানুষের বিরুদ্ধে গুমের মিথ্যা মামলা দায়ের করেছেন।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফুলছড়ির বালাসি পাকার মাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রচণ্ড রোদ ও তীব্র গরম উপেক্ষা করে কাইয়ারহাট এলাকার নারী, শিশু ও পুরুষসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, কঞ্চিপাড়া ইউপির সাবেক সদস্য রোকেয়া বেগম, ভুক্তভোগী মশিউর রহমান, মোতালেব সরকার, গোলাম কিবরিয়া সবুজ, মনছুর আলী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেত্রী রওশন আরা তার ছেলে রুহুল আমিন শাপলাকে আত্মীয়ের বাসায় কিংবা অন্য কোথাও লুকিয়ে রেখে পরিকল্পিতভাবে ২০ জন নিরীহ মানুষের বিরুদ্ধে গুমের মামলা দায়ের করেছেন। তারা বলেন, সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবুজের মদদে রওশন আরা দীর্ঘদিন ধরে এলাকায় হয়রানি, মিথ্যা মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী মশিউর রহমান ও আনোয়ার হোসেন বলেন, "নিজের ছেলেকে গুম করে রেখে আমাদের বিরুদ্ধে গুমের মামলা দিয়ে হয়রানি করছেন রওশন আরা। আমরা শাপলাকে দ্রুত উদ্ধার করে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানাচ্ছি।"
অভিযোগ সম্পর্কে জানতে রওশন আরাকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার ছেলে গুম হয়েছে। তারা মামলা থেকে বাঁচতেই আমার বিরুদ্ধে এসব বলছে।"
ঘটনার তদন্তকারী কর্মকর্তা ফুলছড়ি থানার এসআই রুহুল আমিন জানান, "বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।"
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী গাইবান্ধা-বালাসি সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।