Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়ার ইয়ারপুর তাকওয়া মাদরাসায় কোরআন হাতে দেওয়া উপলক্ষ্যে দোয়া-মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

আশুলিয়ার ইয়ারপুর তাকওয়া মাদরাসায় কোরআন হাতে দেওয়া উপলক্ষ্যে দোয়া-মাহফিল

February 21, 2024 08:10:22 PM   উপজেলা প্রতিনিধি
আশুলিয়ার ইয়ারপুর তাকওয়া মাদরাসায় কোরআন হাতে দেওয়া উপলক্ষ্যে দোয়া-মাহফিল

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর তাকওয়া মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের পবিত্র কোরআন হাতে দেয়া উপলক্ষ্যে দোয়া ও মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সাবেক মেম্বার হাছান আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান কবির। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর তাকওয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম।

মাদ্রাসা শিক্ষক শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসার সভাপতি ইস্রাফিল, মনির মন্ডল, মোসলেম খান, শাহাদাত মন্ডল, আলমঙ্গির হোসেন, জব্বার মন্ডল, নুরুল হুদা প্রমুখ। অনুষ্ঠানে ২০২৩ সাতে সেরা শিক্ষার্থীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

প্রধান শিক্ষক তার বক্তব্যে ইসলামের দ্বিনি শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে সকল অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদরাসাকে সার্বিকভাবে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ জানান। ইয়ারপুর তাকওয়া মাদ্রাসা দ্বিনি শিক্ষা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের ছাত্র-ছাত্রীদের কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি এবং যুগোপযোগী শিক্ষা দিয়ে যাচ্ছি। তিনি এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে সামনে দিনগুলোতে ও সার্বিক সহযোগিতা কামনা করেন।