Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / তিতাস উপজেলার আসমানিয়া গোমতী ব্রিজ পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তিতাস উপজেলার আসমানিয়া গোমতী ব্রিজ পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন

September 22, 2024 10:01:52 PM   উপজেলা প্রতিনিধি
তিতাস উপজেলার আসমানিয়া গোমতী ব্রিজ পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন

কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া গোমতী ব্রিজ দ্রুত পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে কয়েক হাজার শিক্ষার্থী, ব্যবসায়ী এবং অন্তত ২০টি গ্রামের মানুষ। রবিবার সকাল ১১টায় আসমানিয়া বাজারে আয়োজিত এই মানববন্ধনে হোমনা, মেঘনা, মুরাদনগর, এবং তিতাস উপজেলার লাখো মানুষ অংশগ্রহণ করেন।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে চলতি বছরের শুরুতে নতুন একটি ব্রিজ নির্মাণের জন্য পুরোনো ব্রিজটি ভেঙে ফেলা হয়। এরপর বিকল্প চলাচলের জন্য ৫৬ লাখ টাকা ব্যয়ে একটি কাঠের অস্থায়ী ব্রিজ নির্মাণ করা হলেও, তা ২৯ মে বল্কহেডের ধাক্কায় ভেঙে যায়। পুনঃনির্মাণের পর, ভারতের উজান থেকে আসা বানের প্রবল স্রোতে ২১ আগস্ট ব্রিজটি আবারও ভেসে যায়। হোমনা, মেঘনা, মুরাদনগর, এবং তিতাসের লাখো মানুষের চলাচলের একমাত্র সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

ব্যবসায়ী ও শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন নারান্দিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মহিউদ্দিন জিলানী, এবং দশম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া ইসলামসহ অন্যান্যরা।

এ বিষয়ে তিতাস উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মানববন্ধনের বিষয়টি আমি দেখেছি। জনগণের দাবি অনুযায়ী আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যতদূর সম্ভব খুব দ্রুততম সময়ের মধ্যে কর্তৃপক্ষের অনুমোদন পেলেই বিকল্প ব্রিজ নির্মাণ করা হবে।